জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত নারী ও শিশু বান্ধবের উপর উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যের তরফে সম্মান প্রদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের তিন নম্বর জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত নারী ও শিশু বান্ধবের উপর উন্নয়নমূলক কাজের জন্য সম্মান প্রদান করা হয় কলকাতার নিউ টাউনে B R আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভলপমেন্টের উদ্যোগে, মঙ্গলবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে,পাশাপাশি তিনি জানিয়েছেন সম্মান প্রদান করার পাশাপাশি কর্মশালার আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের তরফে। যেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার,মন্ত্রী বেচারাম মান্না সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। প্রসঙ্গত বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সোলার লাইট,গ্রন্থাগার,শিশুদের জন্য পার্ক,পানীয় জল সংরক্ষণের ব্যবস্থা,নারীদের জন্য পঞ্চায়েত দপ্তরে বাচ্চাদের দুগ্ধ পান করার বিশেষ ব্যবস্থা করেছে গ্রাম পঞ্চায়েত,এতেই সারা জেলা জুড়ে আগের থেকেই নাম কুড়িয়েছে জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত,এবার সারা রাজ্যজুড়ে চারটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে এই কর্মশালায় সম্মান জানালো রাজ্যের তরফ থেকে। এই দিন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ উপস্থিত ছিলেন জিরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমনি হাঁসদা। তবে এই কর্মশালায় আগামী দিনে শিশু ও নারীদের উপর কি কি কাজ করবে সেই বিষয় নিয়ে নানান বার্তা তুলে ধরেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *