
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতক:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে চন্দ্রকোনারোড শহরে বুধবার সন্ধ্যায় মশাল যাত্রার মধ্য দিয়ে সকলকে আমন্ত্রণ জানালো প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও এই মশাল যাত্রায় পা মিলিয়েছেন একাধিক স্থানীয় সমাজসেবীরা। বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে আগামী ১৯,২০ এবং ২১শে ডিসেম্বর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণ মিলন উৎসবকে সামনে রেখে এই মশাল যাত্রার আয়োজন বলে জানা গিয়েছে। এই দিন এই মশাল যাত্রায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর,বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রামচন্দ্র পাল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এই দিন এই মশাল যাত্রা গোটা শহর পরিক্রমা করে।












Leave a Reply