দাবি পূরণের দাবিতে রাস্তায় কুম্ভকাররা, নিমতৌড়িতে জেলা প্রশাসনের সামনে ডেপুটেশন।

নিজস্ব সংবাদদাতা, তমলুক—পূর্ব মেদিনীপুর:
একাধিক দাবিকে সামনে রেখে পথে নামলেন কুম্ভকার সম্প্রদায়ের মানুষজন। কুম্ভকার উন্নয়ন পরিষদের ডাকে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে ডেপুটেশন দেন প্রায় শতাধিক কুম্ভকার। তাঁদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে কুম্ভকারদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন, মৃৎশিল্পের কাজে প্রয়োজনীয় মাটির ব্যবস্থা, অসুস্থ, অক্ষম ও প্রবীণ কুম্ভকারদের মাসিক ন্যূনতম ৫ হাজার টাকা ভাতা প্রদান, প্রতিটি জেলায় কুম্ভকার শিল্প ভবন নির্মাণ এবং ওবিসি (এ) শংসাপত্র প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা।

কুম্ভকার সমিতির জেলা সভাপতি গোলাপচন্দ্র পাল জানান, রাজ্যজুড়ে একাধিক জেলায় একযোগে এই ডেপুটেশন কর্মসূচি চলছে। তাঁর কথায়, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আলাদা উন্নয়ন বোর্ড থাকলেও কুম্ভকারদের জন্য কোনও বোর্ড নেই। তাই তাঁদের দীর্ঘদিনের দাবিগুলিকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়ে আজ প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

সমিতির সহ-সভাপতি নীলকান্ত পাল বলেন, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কুম্ভকার সম্প্রদায় আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া অবস্থায় রয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। মৃৎশিল্পের ওপর নির্ভর করেই তাঁদের জীবন-জীবিকা চলে, কিন্তু এই সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সেই কারণেই একই দিনে, একই সময়ে রাজ্যের সব জেলায় ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দ্রুত তাঁদের ন্যায্য দাবিগুলি পূরণের জন্য সরকারের হস্তক্ষেপের দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *