হাতি দেখতে গিয়ে হাতির হামলায় জখম স্থানীয় এক যুবক,শালবনির ঘটনায় চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাতি দেখতে গিয়ে হাতির হামলায় জখম হলেন বছর তিরিশের এক যুবক। সোমবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির টাঁকশাল সংলগ্ন চ্যাংশোল এলাকায়। এলাকাটি মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের অধীন। ওই এলাকায় এই দিন সকালে ৬টি হাতির একটি দল পৌঁছলে স্থানীয়রা এলাকায় ভিড় করেন। তারা চিৎকার চেঁচামেচি করে হাতিগুলিকে গভীর জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন। অনেকে অবশ্য উত্ত্যক্তও করেন। পাল্টা হাতির আক্রমণে এক যুবক জখম হন। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বনকর্মীরা শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে ওই যুবকের নাম অভিজিৎ মাহাতো, ঘটনায় আরো জানা যায় ঘন কুয়াশার কারণে হাতির গতিবিধি বুঝতে না পেরেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ ও বনদপ্তর। সেইসঙ্গেই সাধারণ মানুষকে আবারো সতর্ক করে বনদপ্তরের তরফে জানানো হয়েছে, কোনভাবেই হাতির যাতায়াতের রাস্তায় বাধা হওয়া বা হাতিকে উত্তপ্ত করা চলবে না। আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার বাবুলাল মান্ডি বলেন, ‘আড়াবাড়ি রেঞ্জে এই মুহূর্তে প্রায় ৩০ টি হাতি আছে। টাঁকশাল সংলগ্ন এলাকায় ৬টি হাতি আছে। ওই এলাকাতেই হাতি দেখতে গিয়ে হাতির হামলায় এক যুবক জখম হয়েছেন। তাকে শালবনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসীদের প্রতি আবেদন সতর্ক থাকুন হাতিকে উত্ত্যক্ত করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *