সিউড়িতে সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বর্ণাঢ্য আয়োজনে শিশুদের অংশগ্রহণ ও পাপিয়া মুর্মুকে সংবর্ধনা।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- আজ ২১শে ডিসেম্বর বীরভূম জেলা সিউড়ি প্রতি বছরের মতো এবারেও সিউড়ীর অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সিউড়ীর ঐতিহ্যবাহী বেণীমাধব ইনস্টিটিউশনের মাঠে। প্রতিযোগিতার প্রথম পর্বে ঠিক সাড়ে এগারোটায় শঙ্খধ্বনি দিয়ে সূচনা হলো অনুষ্ঠান। উদ্বোধনী সংগীত, তোপধ্বনি ও মশাল দৌড়ের পরে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভসূচনা করলেন অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ও সমাজসেবী পুলক সিনহা মহাশয়। পতাকা উত্তোলন করলেন ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি লক্ষ্মণ বিষ্ণু।এরপর অরুণ থেকে নবম শ্রেণি পর্যন্ত পর্যন্ত শিশুদের হলো মাঠ সঞ্চালন।
স্বাগত ভাষণ দিলেন শিক্ষক সন্দীপ রায় ও জেলা সমিতির সম্পাদক বিশ্বনাথ দে মহাশয়।
পতাকা উত্তোলন, মাঠ সঞ্চালন ও ব্যায়ামযোগের পরে শিশুদের মোট ৪৫ টি ইভেন্ট হলো। বিজয়ীদের পুরস্কার দিলেন শিশু মন্দিরের সম্পাদক পরিতোষ হাজরা, প্রাক্তন প্রধান আচার্য
মানব রায়,প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী অমিয় মণ্ডল
এবং শিক্ষক সাংবাদিক পতিত পাবন বৈরাগ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিভাবক অভিভাবিকাদের প্রতিযোগিতাও হলো। নজর কাড়লো যেমন খুশী সাজো প্রতিযোগিতা। অনুষ্ঠান সঞ্চালক তথা প্রধান আচার্য নির্মল ঠাকুর জানালেন আগামী ২৭ ডিসেম্বরে জেলা ক্রীড়া প্রতিযোগিতা হবে ময়ূরেশ্বর শিশু মন্দির প্রাঙ্গণে। উল্লেখ্য, এদিন সংবর্ধনা জানানো হয় আন্তর্জাতিক খ্যাত ফুটবলার পাপিয়া মুর্মুকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *