পথশ্রী প্রকল্পে জামালপুরে ৮ কোটি টাকার চারটি রাস্তার উদ্বোধন।

জামালপুর, নিজস্ব সংবাদদাতা:- পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে জামালপুরে একাধিক গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার উদ্বোধন করা হলো আজ। উন্নয়নের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি সহ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিন রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, চকদিঘী অঞ্চল প্রধান অসীমা বাগ, জারোগ্রাম অঞ্চল প্রধান নূরজাহান বিবি, তাবারক আলী মণ্ডল, আজাদ রহমান, আলাউদ্দিন শেখ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
উদ্বোধন হওয়া চারটি রাস্তা হলো—
১) নারায়নপুর প্রাইমারি স্কুল থেকে মহিষগড়িয়া মণ্ডলপাড়া পর্যন্ত ১.৮ কিলোমিটার দীর্ঘ রাস্তা, যার ব্যয় প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা।
২) রামকৃষ্ণপুর দাসপাড়া থেকে মরা বাঁধ ভায়া বুড়ো পীরতলা পর্যন্ত ২.১১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা, ব্যয় প্রায় ১ কোটি ৯৩ লক্ষ টাকা।
৩) সোনারগড়িয়া থেকে জোরবাঁধ পর্যন্ত ৫.৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা, ব্যয় ২ কোটি ৫৫ লক্ষ টাকা।
৪) ধাপধারা বেড়ুতলা থেকে জোড়চাঁদ পর্যন্ত ৩.৯ কিলোমিটার দীর্ঘ রাস্তা, যার জন্য ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৮ লক্ষ টাকা।
নতুন রাস্তা উদ্বোধনের ফলে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত খুশি। যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও দৈনন্দিন যাতায়াতে বড় সুবিধা মিলবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, পথশ্রী-৪ প্রকল্পের আওতায় আগামী দিনে জামালপুর ব্লকে আরও প্রায় ২০টি রাস্তা উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *