
নিজস্ব সংবাদদাতা , নদীয়া:- মাসিক ১৫ হাজার টাকা বেতন, সমস্ত প্রকার ভাতা প্রধান ৮ দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশা কর্মীদের। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ এর ঘরের সামনে বিক্ষোভ দেখায়। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যা বিজলী ঘোষ বলেন তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন। দিনরাত পরিশ্রম করেও তাদের পরিশ্রমের সাম্মানিক টুকু দেওয়া হচ্ছে না। এমনকি মাসে ২০০ টাকা করে যে ফোনের বিল দেয়া হতো সেটাও দীর্ঘদিন ধরে তারা পাচ্ছে না । এর আগেও একাধিকবার তারা বিভিন্ন দপ্তরে এ বিষয়ে জানিয়েছেন, এমনকি তাদের সমস্যার কথা স্বাস্থ্য দপ্তরেও জানানো হয়েছে, কিন্তু কোন কাজ হয়নি। অবশেষে গতকাল থেকে কর্ম বিরতি ও আজ সকাল থেকে বিক্ষোভে নামলো আশা কর্মীরা। তাদের দাবি তাদের ন্যূনতম ১৫০০০ টাকা বেতন দিতে হবে। পাশাপাশি মৃত্যুর পর পাঁচ লক্ষ টাকা সরকারি তরফ থেকে দিতে হবে। এবং সরকারি যে সমস্ত বিভিন্ন ভাতা রয়েছে তার সব কটি প্রদান করতে হবে। এর পাশাপাশি মোট আট দফা দাবি নিয়ে তারা এদের বিক্ষোভ দেখায়। তারা বলেন যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকবে। সম্পারাম বসু আশা কর্মী তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেকে আশ্বাস দিয়েছেন বাস্তবে কোন কিছুই হয়নি । তীনারা পেটের দায়ে কাজ করেন । অথচ দিনরাত পরিশ্রম করা সত্ত্বেও তারা পারিশ্রমিক ঠিকভাবে পাচ্ছেন না । সেই জন্য বাধ্যই তারা কর্ম বিরতিতে নেমেছেন । তাদের দাবি যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তাদের কর্ম বিরতি চলবে । গতকাল থেকে লাগাতার আশা কর্মীদের কর্মবিরতি চললেও স্বাস্থ্য দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।












Leave a Reply