‘সব পেয়েছি আসর’-এর উদ্যোগে শিশুদের মানসিক ও দৈহিক বিকাশে বিশেষ শিবির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিশিষ্ট সমাজসংস্কারক অখিল নিয়োগী (স্বপনবুড়ো)-র ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সব পেয়েছি আসর’-এর উদ্যোগে সাত দিনব্যাপী বাৎসরিক শিবিরের আয়োজন করা হয়েছে নদীয়া জেলায়। এবছর এই শিবিরের আয়োজন করা হয়েছে আলাইপুর মনোরমা স্কুল প্রাঙ্গণে।
এই শিবিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেছেন। আয়োজকদের মতে, শিশুদের সার্বিক বিকাশ—বিশেষত তাদের দৈহিক ও মানসিক উন্নয়নের লক্ষ্যেই এই শিবিরের পরিকল্পনা করা হয়েছে। খেলাধুলা, শরীরচর্চা, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার নানা কার্যক্রমের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস ও সামাজিক চেতনা বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অখিল নিয়োগীর আদর্শ ও জীবনদর্শনকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতেই প্রতি বছর নিয়মিতভাবে এই শিবিরের আয়োজন করা হয়। তাঁর মানবকল্যাণমূলক চিন্তাধারা ও সমাজগঠনের আদর্শ আজও প্রাসঙ্গিক—এই বার্তাই শিবিরের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
শিবির ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে শিবির চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *