
পাণ্ডুয়া, নিজস্ব সংবাদদাতা:- লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে পাণ্ডুয়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সামনে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভে সামিল হন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন (আইউটিইউসি)-এর পাণ্ডুয়া ব্লক কমিটির সদস্যরা।
সংগঠন সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন পাণ্ডুয়া ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখানো হয়। আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা সরকারি স্বীকৃতি ও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত রয়েছেন।
আন্দোলনরত আশা কর্মীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে— সরকারি চাকরির স্বীকৃতি, মাসিক ১৫ হাজার টাকা বেতন ও ইনসেনটিভ প্রদান, এক বছরের বকেয়া ভাতা অবিলম্বে মেটানো, এবং কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানসহ মোট আট দফা দাবি।
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পাণ্ডুয়া ব্লক কমিটির সভানেত্রী ঝর্না চক্রবর্তী জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই কর্মবিরতি ও আন্দোলন চলতেই থাকবে। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা পরিষেবা দিয়ে এলেও সরকার আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না। বাধ্য হয়েই এই আন্দোলনের পথে নামতে হয়েছে।”












Leave a Reply