
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- কেরাটির দুনিয়ায় এক অনন্য নজির কেরাটি সদস্যরা।21শে ডিসেম্বর ২০২৫ রবিবার হাওড়া ইনডোর স্টেডিয়ামে all India Open Karate Championships অনুষ্ঠিত হয় তাতে Rajib Karate Academy র 5 জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করেছিল। সবচাইতে কম বয়সী ব্ল্যাক বেল্ট জিতে নজির গড়লেন হরিহর পাড়ার শাহারিয়া খান ও সোমাশ্রী কুন্ডু কাতা ও কমি বিভাগে ।অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে সাবির আহমেদ কাতা ও কমি বিভাগে ক্যারাটেতে প্রথম স্থান । হাশানুজ্জামান কাতা ও কমি বিভাগে দ্বিতীয় স্থান , আহমেদ শেখ কাতা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন। অল ইন্ডিয়া কেরাটি চ্যাম্পিয়নশীপে বিহার ঝাড়খন্ড মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ রাজ্যের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। রাজীব কেরাটে একাডেমীর সবচাইতে কম বয়সি শাহারিয়া খান ব্ল্যাক বেল্ট স্থান অধিকার করেছেন। সমাজে কেরাটি প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ খেলা যার নিজের আত্মরক্ষার জন্য খুবই কাজে আসে। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া কেরাটি চ্যাম্পিয়ন হওয়ায় সকলে আনন্দিত।












Leave a Reply