
হুগলি, নিজস্ব সংবাদদাতা:- হুগলির জনাই এর অন্তর্গত বাকসা গ্রাম পঞ্চায়েতের অধীনে বদ্যি মাতা কালীমন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।
ঘটনা সম্পর্কে জানা যায় আজ সকাল বেলা মন্দিরের পুরোহিত যখন পুজো করতে যায় তখনই দেখেন যে মন্দিরের দরজা ভাঙ্গা প্রণামী বাসকো পড়ে আছে বাইরে এবং মায়ের গায়ে কোন গয়না নেই।
এই বিষয় নিয়ে মন্দির কমিটির কোষাধ্যক্ষ জানান যে প্রায় কুড়ি ভরি রুপো এবং তার সাথে বেশ কয়েক হাজার টাকা নগদ প্রণামী বাস্ক থেকে নিয়ে চম্পট দিয়েছে চোরের দল এবং যাবার সময় মন্দিরের মায়ের পুজোর থালা-বাসন পর্যন্ত তারা নিয়ে চলে গেছে জানালা ভেঙে।
যার ফলে মায়ের মন্দিরের পুজো পর্যন্ত সকাল থেকে শুরু করা যায়নি।
ঘটনার তদন্তে হুগলী গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা












Leave a Reply