
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ভারতীয় ফুটবলদলের প্রাক্তন তিন অধিনায়ক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে হল মেলার উদ্বোধন। বৃহস্পতিবার থেকে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বাঁশদহ বিলের পারে শুরু হল খাল বিল চুনো মাছ উৎসব। তবে কেবল খাল বিল নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে পিঠে পুলি ও প্রাণী পালনও। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে শুরু হয়েছে এই উৎসব। বিগত কয়েক বছরের মতো এবারেও নিয়ম করে মন্ত্রীর উদ্যোগে শুরু হল এই উৎসব। এবছর এই উৎসব রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল। ২৫ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন রাজ্যের বর্তমান প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। এই মেলায় চুনোমাছের সঙ্গে রয়েছে ভিন্ন স্বাদের পিঠে পুলিও। পিঠে পুলির দোকান ছাড়াও এই মেলায় রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। ডিসেম্বর মাসের ২৭ তারিখ অবধি এই মেলা চলবে। প্রসঙ্গত, এই এলাকায় প্রতি বছরই শীতের মরশুমে পরিযায়ী পাখির দেখা মেলে। যা দেখতে ছুটে আসেন অনেকেই। আর বর্তমানে এই খালবিল উৎসব দেখতে বাঁশদহ বিল এলাকায় নতুন করে শুরু হয়েছে মানুষের আনাগোনা। মূলত হারিয়ে যাওয়া খাল মিলে চুনো মাছকে বাঁচাতেই মন্ত্রীর এই উদ্যোগ। ২৫ তারিখ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য তীর্থঙ্কর দত্ত, জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন তিন অধিনায়কও। এদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ সেখানে হাজির হন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ শর্মিলা সরকার সহ বিশিষ্টরা। মৎস্য চাষীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ঘেরা পদ্ধতিতে মৎস্য চাষের একটি প্রকল্পের সূচনা হয় এই এলাকায়। ২৫,২৬, ২৭ শে ডিসেম্বর আগামী তিন দিন চলবে এই উৎসব।












Leave a Reply