
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া ফুটবল মাঠে পারের আয়োজনে চলছে বাইশ তম বর্ষ শিশু উৎসব ও শিশু মেলা চলবে সাতাশে ডিসেম্বর শনিবার। মেলা শুরু হয়েছে কুড়ি ডিসেম্বর শনিবার আজকে বাংলার কবিদের নিয়ে কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন এলাকার সমাজকর্মী ও জনপ্রিয় জনপ্রতিনিধি মদন মণ্ডল এছাড়াও ছিলেন সমাজের বহু বিশিষ্ট জনেরা পর্যায়ক্রমে।কবি সম্মেলনে উপস্থিত ছিলেন ও অংশ গ্রহণ করেন বিভু মুখোপাধ্যায়, ডঃ দিলীপ কুমার দে, আমিরুল ইসলাম চৌধুরী, বুদ্ধদেব মান্না,প্রনবেন্দু বিশ্বাস,সেখ লাল চাঁদ, মধুসূদন বাগ,সেখ মোরসালিম, জাহাঙ্গীর মিদ্দে, হেমন্ত রায় সহ শাতাধিক জন কবি সাহিত্যিক সাংবাদিক ও নানান ধরনের কলা কুশলিরা প্রবীণ ও নবীন সমাজকর্মী শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পারের সৈনিক বর্গদের প্রয়াসের ভুসয়ী প্রশংসা করেন পিটি শিক্ষিকা সিরাজাম মনিরা ও বিশিষ্ট সমাজসেবক সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক।












Leave a Reply