
কালনা, নিজস্ব সংবাদদাতা:- তীব্র শীতের মরসুমে যখন দরিদ্র ও প্রান্তিক মানুষদের কাছে মাথা গোঁজার ঠাঁই, শীতবস্ত্র ও ন্যূনতম খাদ্য জোগাড় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক সেই সময় বড়দিন উপলক্ষে সমাজের অবহেলিত মানুষদের মুখে সামান্য আনন্দের হাসি ফোটাতে এগিয়ে এলেন কালনার সমাজসেবী ব্যবসায়ী সুব্রত রায়।
২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সাধারণ মানুষের কাছে কেক খাওয়া যেখানে উৎসবের অঙ্গ, সেখানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী বহু মানুষের কাছে তা কার্যত বিলাসিতার সামিল। সেই বাস্তবতাকে সামনে রেখেই সুব্রত রায় নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী দুস্থ মানুষদের হাতে কেক ও পানীয় জল তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুব্রত রায় সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। পুজো-পার্বণ বা শীতের সময় শীতবস্ত্র বিতরণ তাঁর নিয়মিত কাজের মধ্যেই পড়ে। তবে বড়দিন উপলক্ষে দরিদ্র মানুষদের জন্য উন্নত মানের কেক বিতরণ এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ বলেই মনে করছেন এলাকাবাসী।
এই প্রসঙ্গে সুব্রত রায় জানান,
“আমরা সবাই বড়দিনে আনন্দ করি, কেক খাই। আমার সামর্থ্য অনুযায়ী কিছু মানুষের মুখে যদি সেই আনন্দটা তুলে দিতে পারি, তাতেই আমার উৎসব সার্থক। তাই আমি নিজে যে মানের কেক খাই, সেই মানের কেকই তাঁদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি।”
এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, উৎসবের দিনে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কথা মনে রেখে এমন সংবেদনশীল উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।












Leave a Reply