
জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- কুয়াশার আড়ালে যেন নতুন প্রাণের সুখবর।ছোট্ট ছোট্ট কুটটি পায়ে তার আনাগোনায় জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের আবহ।ডুয়ার্সের গরুমারা জঙ্গল সংলগ্ন রামসাই পর্যটন কেন্দ্রে সম্প্রতি দেখা মিলেছে সদ্যজাত গন্ডার শাবকের।বন দফতর সূত্রে জানা গেছে,শাবকের বয়স মাত্র ৫ থেকে ৭ দিনের মতো।
ঘন কুয়াশা আর হালকা শীতের আমেজে পাহাড় থেকে সমতল সর্বত্রই এখন পর্যটকের ঢল।সেই ভিড়ের মধ্যেই রামসাই ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় মা-গন্ডারের সঙ্গে শাবকটিকে দেখা যায়।রামসাগরের পাশে লবণ সংরক্ষণের জায়গায় খাবারের খোঁজে এসেছিল মা-গন্ডার।তার সঙ্গেই নজরে পড়ে ফুটফুটে শাবকটি।নিরাপদ দূরত্ব বজায় রেখে পর্যটকরা ক্যামেরাবন্দি করেন সেই বিরল মুহূর্ত।
গত বছরের বন্যার পর এই নতুন প্রাণের আগমন বন দফতরের কাছে স্বস্তির বার্তা।প্রকৃতি ও বন্যপ্রাণের এই সহাবস্থান ডুয়ার্স পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলছে।












Leave a Reply