বালুরঘাটে টিউলিপ ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২৮শে ডিসেম্বর রবিবার সকালে বালুরঘাটে উত্তমাশা ক্লাবের কাছে কলেজ ময়দানে টিউলিপ ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো। এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় দুইশো জন ছাত্রছাত্রী মোট আটটি বিভাগের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে শিশুদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, প্রতিযোগিতায় শিশুরা তাদের দক্ষতা এবং প্রতিভা প্রদর্শন করে। টিউলিপ ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ার স্কুলের কর্মকর্তারা জানিয়েছেন – শিশুদের মধ্যে ক্রীড়া এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *