
হুগলি, নিজস্ব সংবাদদাতা:- হুগলি জেলার তারকেশ্বরের নিকট বলদিপুরে রবিবার জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল সদস্য সংগ্রহ অভিযান (২০২৫–২০২৮)। এদিনের কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা দল ইউনাইটেডের প্রদেশ সিনিয়র নেতা ও জেলা সভাপতি অশোক দাস। তিনি আনুষ্ঠানিকভাবে জেডিইউ হুগলী জেলার সভাপতি সত্যনারায়ণ পাণ্ডে কে প্রাথমিক সদস্যপদ প্রদান করেন। পাশাপাশি তারকেশ্বর, চুঁচুড়া , ধনিয়াখালি, পুরশুড়া সহ হুগলি জেলার বিভিন্ন বিধানসভা এলাকার একাধিক নেতৃত্বকেও সদস্যপদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসাদ আলী খন্দকার, ঋষি ঘোষাল, বিশ্বনাথ পুরকাইত, রঞ্জিত দাস, স্বপন দাস, শিবচন্দ্র পাঁজা সহ দলের অন্যান্য জেলা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তৃতা রাখতে গিয়ে জেলা সভাপতি অশোক কুমার দাস বলেন,
“বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডের জাতীয় সভাপতি মাননীয় নীতীশ কুমার মহাশয়ের নেতৃত্ব ও শাসনব্যবস্থা আজ দেশের সামনে একটি উন্নয়নমুখী দৃষ্টান্ত। এই ‘নীতীশ মডেল’-এর মধ্য দিয়েই সামাজিক উন্নয়ন, নারী সুরক্ষা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার প্রভূত অগ্রগতি সম্ভব হয়েছে।”

জেডিইউ, রাষ্ট্রীয় সহ সভাপতি,বশিষ্ঠ নারায়ণ সিংহ,অশোক দাস,কে জেডিইউ এর সদস্য পদ প্রদান করছেন
তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন প্রকল্প গ্রহণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার যে দৃষ্টান্ত নীতীশ কুমার স্থাপন করেছেন, তা আজ দেশের রাজনীতিতে এক নতুন পথ দেখাচ্ছে। এই উন্নয়নমূলক দর্শনকেই বাংলার মাটিতে বাস্তবায়িত করতে চাইছে জনতা দল ইউনাইটেড।
বক্তারা জানান, “নীতীশ মডেল”-এর মাধ্যমে হিংসামুক্ত বাংলা ও উন্নয়নমুখী সমাজ গঠনের লক্ষ্যেই রাজ্যে সংগঠন বিস্তারের কাজ চলছে।
এদিনের সভা থেকে আরও ঘোষণা করা হয়, আগামী ২৩ জানুয়ারি মহান স্বাধীনতা সংগ্রামী ও নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয়ের জন্মদিবস উপলক্ষে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনতা দল ইউনাইটেড পশ্চিমবঙ্গ প্রদেশ ইউনিটের পক্ষ থেকে।
অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ সকলকে একজোট হয়ে সংগঠন মজবুত করার আহ্বান জানান।
যোগাযোগ:
অশোক কুমার দাস
জনতা দল ইউনাইটেড, পশ্চিমবঙ্গ
মোবাইল: 7477884325












Leave a Reply