অকাল বিশ্বকর্মা পুজোর রঙে রঙিন বেগমপুর, ঐতিহ্য ও উৎসবে মাতলো হুগলি।

হুগলি, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুজোর ঠিক ৯০ দিন পর অর্থাৎ শুকলা পক্ষের নবমী তিথিতে এই পুজোর আয়োজন করা হয়।

এই পুজোর ইতিহাস সম্পর্কে জানা যায় প্রায় ৭৮ বছর আগে বেগমপুর এর ছোট তাজপুর কাঁঠাল তলাতে এই পুজোর শুভরাঙ্গ হয়।

এই বছর থিম এবং সাবেকিয়ানার ছোঁয়ায় মোট বারোয়ারির সংখ্যা প্রায় 28 টি এবং ছোট বড় পুজো মিলিয়ে প্রায় 40 টি পূজো সম্পন্ন হচ্ছে।
আর এই তাঁত বিশ্বকর্মার ইতিহাস সম্বন্ধে যদি একটু ঘাঁটা যায় তাহলে জানতে পারবেন যে অসময়ে এই বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয় এই জন্যই যে দুর্গাপুজোর আগে মূলত বিশ্বকর্মা পুজো হয় কিন্তু সেই সময় তাঁতি সম্পদায়ের মানুষের শাড়ির চাহিদা প্রবল থাকায় তার ফলে তারা পুজোর আয়োজন সঠিকভাবে করতে পারে না এবং হস্তচালিত তাতে যে খটখট করে আওয়াজ হয়, যা মাকুর আওয়াজ।
তাই এই অকাল বিশ্বকর্মার বাহন হিসাবে পূজিত হয় ঘোড়া।

আর এই বিশ্বকর্মা পুজোকে ঘিরে হুগলি জেলার পার্শ্ববর্তী বর্ধমান কলকাতা হাওড়া সহ বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষ ভিড় জমান এই পুজোকে কেন্দ্র করে।

চন্দননগরের আলোয় আলোকিত হয় বেগমপুর এর ছোট তাজপুর, খড়সড়াই সহ একাধিক এলাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *