
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – এমআরপিতে সার বিক্রয়, সহায়ক মূল্যে প্রতিটি ফসল কৃষকদের কাছ থেকে পঞ্চায়েতের মাধ্যমে নেওয়া সহ আট দফা দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করল দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতি মঙ্গলবার। এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কৃষক অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করলো। কৃষকদের অভিযোগ জেলার প্রতিটি সারের দোকান থেকে এমআরপি প্রাইজে সার বিক্রয় করতে হবে, সহায়ক মূল্যে প্রতিটি ফসল কিনা সহ বিভিন্ন দাবিতে এর আগেও কৃষি দপ্তরে এবং জেলা প্রশাসনের কাছে তারা ডেপুটেশন জমা দিয়েছিলেন। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে স্যারের কালোবাজারি রুখতে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। জেলার প্রতিটি সারের দোকান থেকে এমআরপি প্রাইজে সার বিক্রয় হবে। কিন্তু এই আশ্বাস দেওয়ার বহুদিন কেটে গেল এখনো পর্যন্ত সারের এমআরপি প্রাইজে বিক্রয় হচ্ছে না জেলা জুড়ে। তাই ক্ষুব্ধ কৃষকেরা এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করলো জেলা প্রশাসনিক দপ্তরের সামনে। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতির জেলা সম্পাদক সনজিৎ কুমার মন্ডল বলেন আমরা জেলায় এমআরপি প্রাইজে স্যারের বিক্রয় করার দাবি সহ প্রায় আট দফা দাবিতে এর আগেও ডেপুটেশন কর্মসূচি পালন করেছিলাম জেলা কৃষি দপ্তরে এবং জেলা প্রশাসনের কাছে। সেই ঘটনা বহুদিন কেটে গেলেও এখনো আমাদের দাবি পূরণ হয়নি। আমরা যখন ডেপুটেশন জমা দিয়েছিলাম তখন আমাদের আশ্বাস দেয়া হয়েছিল আমাদের দাবি পূরণ হবে। কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও আমাদের দাবি পূরণ হয়নি তাই আমরা বাধ্য হয়ে আজ এই অনির্দিষ্টকালের অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছি। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তাদের তাদের দাবি সমূহ সম্পর্কে জানাতে গিয়ে সঞ্জীব বাবু জানান আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে জেলার প্রতিটি সারের দোকান থেকে এমআরপি প্রাইজে সার বিক্রয় করতে হবে, জেলার পঞ্চায়েত গুলি থেকে সহায়ক মূল্যে ফসল কিনতে হবে। এছাড়াও মোট আটটি দফা রয়েছে আমাদের এই অবস্থান বিক্ষোভ। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব।












Leave a Reply