আইপ্যাকের কর্ণধারের বাড়িতে CBI হানার প্রতিবাদে গোয়ালতোড়ে তৃণমূলের বিক্ষোভ মিছিল।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-র হানা এবং তৃণমূল কংগ্রেসের দলীয় নথি সংগ্রহের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত হুমগড় এলাকায় প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস।
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ বিভিন্ন ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।
বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্ব জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় কেন্দ্রীয় সংস্থার এমন ভূমিকা রাজ্যের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আগামী দিনে এই ধরনের ঘটনার প্রতিবাদে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথাও জানান তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *