
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চলের পলাশতোড়িয়া হাইস্কুলে শুক্রবার গঠিত হল স্টুডেন্টস’ ফেডারেশন অব ইন্ডিয়া (SFI)-এর ইউনিট। “স্কুল বাঁচাও, শিক্ষা বাঁচাও”—এই বার্তাকে সামনে রেখে এদিন এক আলোচনা সভার মাধ্যমে ইউনিট গঠন করা হয়।
জানা গেছে, মোট ১৩ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই নতুন ইউনিট গঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন SFI পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক রনিত বেরা। তিনি বলেন, বর্তমান সময়ে সরকারি শিক্ষা ব্যবস্থা ও স্কুলগুলিকে রক্ষা করার জন্য ছাত্রসমাজের সংগঠিত হওয়া অত্যন্ত জরুরি।
এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য স্নেহাশীষ ঘোষ, লোকাল কমিটির সভাপতি সৌভিক পাঁজা সহ SFI-এর অন্যান্য নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, গত তিন দিন ধরে পলাশতোড়িয়া হাইস্কুলের ছাত্রছাত্রীদের জন্য SFI-এর উদ্যোগে মাধ্যমিক মক টেস্ট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। শুক্রবার সেই মক টেস্ট পরীক্ষার শেষ দিনেই ছাত্রছাত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে SFI ইউনিট গঠন করা হয় বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।












Leave a Reply