
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া ও মহারাজপুরে তান্ডব চালালো দলছুট দশটি হাতির একটি ছোট্ট দল। এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় চার থেকে পাঁচ বিঘা জমির আলু,শুক্রবার সকালে এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে,ইতিমধ্যেই বনদপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে বর্তমানে হাতি গুলি বাঁধঘোড়ার জঙ্গলে প্রবেশ করেছে।পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে। অন্যদিকে হাতি গুলির গতিবিধির উপর নজর রেখেছে বনদপ্তরের কর্মীরা।












Leave a Reply