
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোড এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল শনিবার। অভিযোগ, একদল দুষ্কৃতী আচমকাই শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং গাড়িতে ভাঙচুর করে।
ঘটনার পরই শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানায় পৌঁছে ধর্না অবস্থানে বসে পড়েন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার না করা পর্যন্ত তিনি থানায় অবস্থান চালিয়ে যাবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন। থানায় উপস্থিত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে ধমকের সুরে শুভেন্দু অধিকারী বলেন, “গণতান্ত্রিক অধিকার নিয়ে রাস্তায় নামলেই যদি হামলার শিকার হতে হয়, তাহলে রাজ্যে আইনের শাসন কোথায়?”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই হামলা চালানো হয়েছে এবং প্রশাসন ইচ্ছাকৃতভাবে অভিযুক্তদের আড়াল করছে। ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান বিরোধী দলনেতা।
ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা থানার চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে নজর রাখছে প্রশাসন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশি সূত্রে কোনও স্পষ্ট তথ্য মেলেনি।












Leave a Reply