তপনের বাঘইট মাঠে শুরু হল কৃষি ও সাংস্কৃতিক মেলা, কৃষিজ পণ্যের সঙ্গে মনোরঞ্জনের জমজমাট আয়োজন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিবছরের মত এবছরও তপনে শুরু হল কৃষি ও সাংস্কৃতিক মেলা। মেলার আয়োজন করা হয়েছে তপনের বাঘইট মাঠে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অধিকাংশ মানুষজন কৃষি কাজের সঙ্গে যুক্ত। তাই কৃষিজ পন্যকে সামনে রেখে প্রতি বছর বাঘইট মাঠে তপন কৃষি ও সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়।এবছরও তার ব্যতিক্রম হয়নি। পয়লা জানুয়ারি শুরু হয়েছে এই মেলা। শুক্রবার সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে কৃষি ও সাংস্কৃতিক মেলা জমজমাট হয়ে উঠেছে। কৃষকের ফসল যেন মেলার প্রদর্শনীতে স্থান পেয়েছে। পাশাপাশি মনোরঞ্জনের জন্য মেলায় বসেছে নাগর দোলা,সার্কাস,ব্রেকড্যান্স। বসেছে খাঁট সহ বিভিন্ন আসবাব পত্রের দোকান। রয়েছে জিলিপ,মেলার বিখ্যাত পাঁপড় ভাজা,সহ মোগলাই সহ নানা রকম সুস্বাদু খাবারের দোকান। বাদ যায়নি শ্টেশনারি দোকান। এক কথায় সব মিলিয়ে জমাট হয়ে উঠেছে তপন কৃষি ও সাংস্কৃতিক মেলা।
মেলার অন্যতম কর্মকতা দেলোয়ার হোসেন বলেন প্রতিবছর বড়ো দিনে আমাদের এই মেলা শুরু হয়েছে। আমাদের মেলায় কৃষকদের উৎপাদিত ফলস মূল প্রাধান্য পায়। তাছাড়া মনোরঞ্জনের জন্য সার্কাস,নাগরদোলা হয়েছে। মেলার কয়েকটা দিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃষকদের নিয়ে বিভিন্ন আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *