
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১২ ই জানুয়ারি অর্থাৎ সোমবার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রকোনারোড শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে এলাকার দুঃস্থ মানুষজনের কথা মাথায় রেখে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন স্বামী বিবেকানন্দের প্রতিকি ছবিতে মাল্যদান পুষ্প অর্পনের মধ্য দিয়ে এই শীতবস্ত্র বিতারণ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই দিন উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজিব ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,সহ-সভাপতি সাগর মন্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানষ নায়েক,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ রানা সহ অন্যান্য তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। জানা গিয়েছে এই দিন ব্লকের শতাধিক দুঃস্থ মানুষজনের হাতে তুলে দেওয়া হয় নতুন শীতবস্ত্র।












Leave a Reply