
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে এবং ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিলা বিদ্যাসাগর শিক্ষা নিকেতনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এই দিন স্বামী বিবেকানন্দের প্রতিকি ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করা হয়। এই দিন উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ তপন কুমার দে,প্রধান শিক্ষক কৌশিক বোস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৭৩ জন রক্তদাতা রক্তদান করেন বলে স্কুল সূত্রে জানা গেছে।












Leave a Reply