উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত পৌটি উচ্চ বিদ্যালয়ে আজ উৎসবের আবহ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। খুদে পড়ুয়াদের মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রঙিন এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের মন জয় করে নেয়। প্রতিবছরের মতো এবারও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষিকা ও অতিথিদের ব্যাচ পরিয়ে আন্তরিকভাবে বরণ করে নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা। তাঁরা খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে ওঠে—এমনই বার্তা দেওয়া হয় অনুষ্ঠানে। এবছরের ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, হাই জাম্প, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার, শটপুট সহ বিভিন্ন ধরনের খেলাধুলা। প্রতিযোগিতার শেষে সকল জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকারা। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো পৌটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *