
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিলের পাল্টা মিছিল করলো ব্লক তৃণমূল। মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনারোড শহরের সাতবাঁকুড়া এলাকা থেকে মিছিল মিছিল শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয় এই পাল্টা মিছিল। এই দিন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য,এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা, শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক উত্তরা সিংহ হাজরা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সন্দীপ সিংহ, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ একাধিক ব্লক ও জেলা নেতৃত্ব। এই দিন এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন। এই দিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃনমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য কার্যত গেরুয়া শিবিরকে একাধিক বিষয় নিয়ে নিশানা করলেন।












Leave a Reply