জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা, রক্তদান শিবিরে ব্যাপক সাড়া।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, রক্তদান শিবির ও ওষুধ বিতরণ। জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে ওই বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে, ওই শিবিরে এলাকার শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিনের শিবিরে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, ছিলেন জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন, জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপ প্রধান অর্ণব ঘোষ ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমরেশ পাল, দেবজিৎ পাল, মানিক সেন, আমিনুল হক, অনুপ দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি এলাকাবাসী। জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *