বেঙ্গল মহাবীর ক্লাসিকে সোনার ঝড়, পাওয়ার লিফটিংয়ে রাজ্য কাঁপাল দক্ষিণ দিনাজপুর।।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাত:- বেঙ্গল মহাবীর ক্লাসিকে সোনায় মোড়া দক্ষিণ দিনাজপুর।রাজ্যস্তরের পাওয়ার লিফটিংয়ে জেলার পাঁচ কৃতির দুরন্ত সাফল্য
কলকাতার নৈহাটি হালিশহরে গত ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল Bengal Mahaveer Classic State Raw’ পাওয়ার লিফটিং কম্পিটিশন। রাজ্যের প্রায় সমস্ত জেলা থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন এই কঠিন ও শক্তির পরীক্ষায় ভরা প্রতিযোগিতায়। সেই মঞ্চেই নিজের শক্তি, সাহস আর অধ্যবসায়ের পরিচয় দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করলেন জেলার পাঁচ কৃতি প্রতিযোগী। এই প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্স করে সাহিলি দাস ও প্রতিভা সরকার প্রত্যেকে জয় করেন তিনটি করে স্বর্ণপদক। একই কৃতিত্ব দেখিয়ে কাকুলি বর্মন-ও নিজের ঝুলিতে পুরেছেন তিনটি সোনা। অন্যদিকে, পুরুষ বিভাগে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও অর্ণব গাঙ্গুলী ও অর্জুন কর্মকার প্রত্যেকে অর্জন করেন একটি করে ব্রোঞ্জ পদক। ফুল পাওয়ার লিফটিং, ডেড লিফ্ট, বেঞ্চ প্রেস এই সমস্ত শক্তিনির্ভর বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে রাজ্যের নামী প্রতিযোগীদের পিছনে ফেলে দক্ষিণ দিনাজপুরকে সোনা ও ব্রোঞ্জ এনে দিয়েছেন এই পাঁচজন। এই সাফল্য প্রমাণ করে দিল, দক্ষিণ দিনাজপুর জেলা শুধুমাত্র ক্রিকেট বা ফুটবলেই সীমাবদ্ধ নয়। দাবা, ব্যাডমিন্টন, টেনিসের পাশাপাশি ওয়েট লিফটিং ও পাওয়ার লিফটিংয়ের মতো কঠিন খেলাতেও জেলার প্রতিযোগীরা এখন রাজ্যের শীর্ষস্থানে পৌঁছে যাচ্ছে।
জেলার এই কৃতি সন্তানদের সাফল্যে খুশির হাওয়া বইছে ক্রীড়ামহলে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও তারা আরও বড় সাফল্য এনে দেবে—এই আশাতেই বুক বাঁধছে দক্ষিণ দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *