
নন্দীগ্রাম, নিজস্ব সংবাদদাতা:- মানবিক পরিষেবার লক্ষ্যে নন্দীগ্রামে শুরু হল ‘সেবাশ্রয়’। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে গড়ে ওঠা এই সেবাশ্রয়ের শুভ সূচনা হয় শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে।
শুক্রবার দুপুরে এই সেবাশ্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, শহীদ পরিবারের সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। জানা গেছে, এদিন দুপুর দু’টোর সময় সেবাশ্রয় কেন্দ্রে বিভিন্ন পরিষেবামূলক কর্মসূচি পরিচালিত হবে।
আয়োজকদের মতে, সাধারণ মানুষের স্বাস্থ্য ও মানবিক সহায়তার কথা মাথায় রেখেই এই সেবাশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষদের জন্য এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। শহীদ পরিবারের হাত দিয়ে সেবাশ্রয়ের সূচনা হওয়ায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।












Leave a Reply