SIR ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ, হবিবপুরে বিজেপি সরকারের বিরুদ্ধে কালো পতাকা।

দেবাশীষ পাল, মালদা:– হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের সহ বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে হবিবপুর ব্লক গেটের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ ,,SIR নামে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে বিভিন্ন হবে হয়রানি করছে , এবং বিজেপি সরকার জড়িয়ে আছে , তাই সাধারণ মানুষদের হয়নি করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও বিজেপি সরকারের বিরুদ্ধে কালো পতাকা দেখে বিক্ষোভ দেখাতে থাকে সোমবার দুপুরে। উপস্থিত হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার, তৃণমূলযুব কংগ্রেস সভাপতি মিঠুন মন্ডল , মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ST cell সভাপতি কিস্টু মুর্মু, মালদা জেলা পরিষদের কর্মধক্ষ রেজিনা মুর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *