
মালদা, নিজস্ব সংবাদদাতা :- SIR-এর নামে হয়রানির অভিযোগ তুলে গাজোলে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হলেন সাধারণ মানুষ। এদিন সোমবার বেলা আনুমানিক একটার নাগাদ গাজোলের বিডিও অফিস সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। এর জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, গাজোল ব্লকের বৈড়গাছি ১ নম্বর অঞ্চল ও বৈড়গাছি ২ নম্বর অঞ্চলে SIR-এর নামে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানি বন্ধের দাবিতেই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন।
প্রায় তিন ঘন্টা ধরে চলা এই পথ অবরোধে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষোভকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত তারা কোনওভাবেই পথ অবরোধ তুলবেন না।ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে নজরদারি চলছে। আর এই পথ অবরোধ বিক্ষোভের জেরে যাত্রীরা বিপাকে পড়েছেন। পুলিশ প্রশাসন থাকার সত্বেও সাধারণ মানুষের পথ অবরোধ উঠাতে পারছেন না। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলছে।












Leave a Reply