
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এই প্রসঙ্গে জানা যায় খবর কভার করতে গিয়ে আক্রান্ত হলেন একাধিক সাংবাদিক। সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিসে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আরও জানা যায়, এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাধারণ মানুষ কালিয়াগঞ্জ ব্লক অফিসে কর্মরত বিএলও-কে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনার কারণ জানতে জেলা বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে ধর্নায় বসেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির কর্মী-সমর্থকরা। ধর্না চলাকালীন এক আধিকারিকের ঘরের সামনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে ডিএম অফিস চত্বরে একাধিক সাংবাদিক আক্রান্ত হন বলে অভিযোগ। অভিযোগ উঠেছে, ডিএম অফিসের এক আধিকারিক তথা ডিএলও অর্ণব মুখোপাধ্যায় সাংবাদিকদের হেনস্তা করেন এবং মোবাইল ক্যামেরা সহ সাংবাদিকদের গায়ে ধাক্কা দেন। একজন জেলা শাসকের দপ্তরের আধিকারিকের কাছ থেকে এমন আচরণে স্বভাবতই ক্ষুব্ধ হন সাংবাদিক মহল। ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন এবং এই আচরণের তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, বিজেপির দাবি—গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা ঘটছে। সোমবারের ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সাধন ঘোষ বলেন “এই রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই। সাংবাদিকরাও আজ নিরাপদ নন।” ঘটনাটি নিয়ে পরে ডিএলও অর্ণব মুখোপাধ্যায় সাংবাদিকদের কাছে ক্ষমা চান বলে জানা যায়। শেষ পর্যন্ত রায়গঞ্জ থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।












Leave a Reply