প্রত্যন্ত জেলা থেকেও জাতীয় সাফল্য, বালুরঘাটের কোচিং সেন্টার থেকে কেন্দ্রীয় বাহিনীতে ১০ চাকরি।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – ইচ্ছাশক্তি আর মনোবল সঠিক থাকলে যে কোনও অসম্ভবই সম্ভব—তারই উজ্জ্বল প্রমাণ মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রত্যন্ত জেলায় সুযোগ-সুবিধা কার্যত সীমিত। কিন্তু বালুরঘাটের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে দশজন শিক্ষার্থী কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় সাফল্য অর্জন করে তাক লাগালেন এবার। দেশের বিভিন্ন প্রান্তের লক্ষাধিক প্রতিযোগীর সঙ্গে লড়াই করে কেউ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, কেউ সশস্ত্র সীমাবল, আবার কেউ ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনায় চাকরি ছিনিয়ে নিয়েছেন।

এই সাফল্যকে সম্মান জানাতে বুধবার বালুরঘাটে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার প্রাঙ্গণে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাকরিপ্রাপ্ত তরুণ-তরুণীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁদের অভিভাবকরাও। সন্তানের সাফল্যে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। অনুষ্ঠানে সদ্য নির্বাচিতরা তাঁদের দীর্ঘ লড়াই, কঠোর পরিশ্রম আর অনিশ্চয়তার দিনের কথা তুলে ধরেন। আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে ছড়িয়ে পড়ার কথা জানিয়ে বন্ধুদের সঙ্গে বিচ্ছেদের মুহূর্তে চোখে জলও দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। তিনি বর্তমান চাকরিপ্রার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরে জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অদম্য জেদের জোরেই তিনি ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়েছিলেন। তাঁর বক্তব্যে উৎসাহিত হন পড়ুয়ারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোল্লা রক্ষাকালী মাতার প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী। সমাজসেবার গুরুত্বের কথা তুলে ধরে তিনি সদ্য চাকরিপ্রাপ্তদের বেতনের সামান্য অংশ সমাজের দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের সাহায্য করার কথাও বলেন তিনি।

সংস্থার কর্ণধার তুষার দাস বলেন, ‘প্রান্তিক এই জেলায় সুযোগ কম থাকা সত্ত্বেও এখানকার ছেলেমেয়েরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। এখানে বীরভূম, মালদা সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরাও সফল হয়েছে। কেউ ভারতীয় বায়ুসেনা, কেউ জাতীয় সেনাবাহিনী, কেউ সীমান্তরক্ষী বাহিনীতে নিযুক্ত হবেন। এই সাফল্য শুধু তাঁদের নয়, গোটা জেলার গর্ব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *