সঞ্জয় কর্মকারের স্মরণে পতিরামে শোক মিছিল ও শোক সভা।

পতিরাম, নিজস্ব সংবাদদাতা :- দুই দিন আগে আত্মঘাতী হওয়া দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সুপরিচিত সাংস্কৃতিক কর্মী ও বাচিক শিল্পী সঞ্জয় কর্মকারের স্মরণে বুধবার সন্ধ্যায় পতিরামে শোক মিছিল ও শোক সভার আয়োজন করা হয়। পতিরাম স্পন্দন কালচারাল অ্যাকাডেমির উদ্যোগে অনুষ্ঠিত এই শোক মিছিলে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। হাতে মোমবাতি ও ব্যানার নিয়ে মিছিলটি পতিরামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্পন্দন পতিরাম ঠেকের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সেখানে এক মিনিটের নীরবতা পালন করে প্রয়াত সঞ্জয় কর্মকারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত বক্তারা তাঁর দীর্ঘ সাংস্কৃতিক জীবনের নানা দিক তুলে ধরেন। সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা, সংস্কৃতির মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা এবং নতুন প্রজন্মকে শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে তাঁর অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয়। বক্তারা বলেন, সঞ্জয় কর্মকার ছিলেন এক নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত শিল্প ও সংস্কৃতির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

শোক সভায় তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি আত্মহত্যার পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর আইনি শাস্তির দাবিও ওঠে। উল্লেখ্য, সঞ্জয় কর্মকার স্পন্দন কালচারাল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও তিনি জেলার লক্ষ লক্ষ গরীব সাধারণ মানুষ যাতে বিনামূল্যে এই জেলাতেই উন্নত স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য গঠিত দঃদিনাজপুর সরকারি মেডিকেল কলেজ স্থাপন মঞ্চেরও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পতিরাম ও বালুরঘাটসহ গোটা জেলার বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং জেলার অন্যতম পরিচিত বাচিক শিল্পী হিসেবে তাঁর বিশেষ পরিচিতি ছিল।

এদিকে সঞ্জয় কর্মকারের মৃত্যুকে ঘিরে তদন্ত প্রক্রিয়াও চলছে। ইতিমধ্যেই আদালত সঞ্জয় কর্মকারের স্ত্রী ও শ্যালিকার চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি শ্যালিকার স্বামীর খোঁজে বালুরঘাট পুলিশের তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে। সঞ্জয় কর্মকারের আকস্মিক প্রয়াণে গোটা জেলার সাংস্কৃতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *