
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সোমবার লালবাগ মহকুমা শাসকের দপ্তর চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সাধারণ মানুষের হয়রানি ও নির্বাচন কমিশনের তথাকথিত তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে মহকুমা শাসকের দপ্তরের সামনে জমায়েত হন বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক।
দলীয় নেতৃত্বের অভিযোগ, নির্বাচন সংক্রান্ত শুনানির নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এবং প্রশাসনিক স্তরে একের পর এক স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখেই সোমবার প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথমদিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কিছু বিক্ষোভকারী নথিতে আগুন ধরিয়ে দেন এবং ঘটনাস্থলে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। মুহূর্তের মধ্যেই মহকুমা শাসকের দপ্তর চত্বরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে প্রশাসনের আধিকারিক ও পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত ঘটনার বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি।
শুনানি ঘিরে শুরু হওয়া এই বিক্ষোভ শেষ পর্যন্ত হিংসাত্মক রূপ নেওয়ায় প্রশাসনিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।












Leave a Reply