
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া–২ গ্রাম পঞ্চায়েতের খুরকা, মধুপুর গ্রামের। স্থানীয় গ্রামবাসীরাই প্রথমে সন্দেহজনকভাবে গরু পাচারের চেষ্টা লক্ষ্য করেন। এরপর তৎপর হয়ে ১৩টি গরু সহ এক পাচারকারীকে আটক করেন গ্রামবাসীরা। আটক পাচারকারীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পরবর্তীতে গরু সহ ওই পাচারকারীকে খুরকা ক্যাম্পের BSF-এর হাতে তুলে দেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় গরু পাচারের দৌরাত্ম্য বেড়ে চলেছে।
পাচারকারীরা গরু নিয়ে যাতায়াত করার সময় গ্রামের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে ভুট্টা চাষে মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে দাবি স্থানীয় কৃষকদের। গরু দিয়ে ভুট্টা ক্ষেত ভেঙে দেওয়ার একাধিক অভিযোগ উঠে এসেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে গ্রামবাসীদের তৎপরতায় বড়সড় পাচারের চেষ্টা বানচাল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে BSF ও সংশ্লিষ্ট প্রশাসন।












Leave a Reply