
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার করনদীঘি পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী।
আজ সকালে করনদীঘি থানার প্রাঙ্গণে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।দেশাত্মবোধক সঙ্গীত,নৃত্য পরিবেশিত হয়।বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনী তুলে ধরে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ডিএসপি রোহন ভৌমিক, করনদীঘি থানার আইসি সঞ্জয় ঘোষ সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। বক্তৃতায় নেতাজীর দেশপ্রেম, ত্যাগ ও আপসহীন সংগ্রামের কথা তুলে ধরা হয় এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নেতাজীর আদর্শ আজও দেশের যুবসমাজ ও প্রশাসনের কাছে প্রেরণার উৎস। তাঁর দেখানো পথে চলেই আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের সেবায় পুলিশ প্রশাসন অঙ্গীকারবদ্ধ।
সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। নেতাজী জয়ন্তী উপলক্ষে করনদীঘি থানা প্রাঙ্গণ জুড়ে ছিল শ্রদ্ধা ও দেশপ্রেমের আবহ।












Leave a Reply