
নিজস্ব সংবাদদাতা, আমতা , হাওড়া :- আজ বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জম্ম বার্ষিকী । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করেছিল আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর – র অফিসকক্ষে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠান হল। নেতাজির জম্ম মুহূর্তে ঘড়ির কাঁটায় ১২ টা ১৫ মিনিটে সাইরেন বেজে ওঠার সাথে সাথেই নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়। আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর কর্মী সুরজিৎ মন্ডল নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন। পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর অমৃতা চক্রবর্তী,জিৎপল কোলে এবং উপস্থিত অতিথি- অভ্যাগতবৃন্দ। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শ্রিপা বেরা।নেতাজি বিষয়ক প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সুরজিৎ মন্ডল, অমৃতা চক্রবর্তী, জিৎপল কোলে। নেতাজিকে শ্রদ্ধা নিবেদন করে স্বরচিত কবিতা পাঠ হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চলনা করেন অমৃতা চক্রবর্তী।












Leave a Reply