SIR ইস্যুতে জঙ্গীপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল, নেতৃত্বে বিধায়ক জাকির হোসেন।

জঙ্গীপুর, নিজস্ব সংবাদদাতা:- SIR (Special Investigation Report) ইস্যুকে কেন্দ্র করে জঙ্গীপুর শহরে প্রতিবাদ মিছিল ও সভা। জঙ্গীপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠিত এই প্রতিবাদ মিছিলে ও সভায় বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল “SIR এর নামে সাধারণ মানুষের হয়রানি মানি না, মানবো না”, “ভোটারদের হয়রানি বন্ধ কর” লেখা প্ল্যাকার্ড। অভিযোগ, SIR প্রক্রিয়ার নামে সাধারণ ভোটারদের অযথা নোটিস, হিয়ারিং ও হয়রানির শিকার করা হচ্ছে।

প্রতিবাদকারীদের দাবি, বহু ভোটার সঠিক কাগজপত্র জমা দেওয়ার পরেও বারবার শুনানির নোটিস আসছে, যা গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে। এই পরিস্থিতিতে অবিলম্বে SIR প্রক্রিয়া বন্ধ করার দাবি তোলা হয়।

মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। বক্তারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটারদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস এবং মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই আরও জোরদার হবে।

প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়, তবে SIR ইস্যুতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *