
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিকশিত ভারত শীর্ষক এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করলো চককুমার এসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা হল এক বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে। রবিবার প্রায় চার শতাধিক মানুষের অংশ গ্রহনে পদযাত্রার পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক থেকে ডেবরা হয় এসোসিয়েশনের অফিসে এসে পৌঁছায়। ২০৪৭ সালে দেশের শত তম স্বাধীনতার অনুভূতির উচ্ছাস প্রকাশে এবং সর্দার বললভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম বার্ষিকী পালন করা হয়। ইন্দ্রজাল প্রদর্শনী, বসে আঁকো, আবৃত্তি, সমবেত নৃত্য, কুইজ প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন দিন ব্যাপী এই কর্মসূচি চলবে বলে এসোসিয়েশনের সাধারন সম্পাদক ত্রিদিব দাসবেরা জানিয়েছেন। বিভিন্নতার মাঝে একতাই হল ভারতীয় সংস্কৃতির মূল কথা – এই ভাবধারা কে প্রতিফলিত করার মধ্য দিয়ে বিভিন্ন শিল্পীরা তাদের শৈল্পিক ভাবনাকে ফুটিয়ে তোলেন।












Leave a Reply