
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের প্রয়াত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশির হাওয়া এলাকাজুড়ে। শুধু বালুরঘাট বা উত্তরবঙ্গ নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের নাট্যজগতের এক উজ্জ্বল দিগপাল ছিলেন তিনি। তাঁর অভিনীত ও নির্দেশিত ‘দেবাংশী’ সহ একাধিক নাটক দেশজুড়ে বিপুল সমাদর পেয়েছিল। গত বছর মার্চ মাসে তাঁর প্রয়াণ ঘটে। এ বছর ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেয়। এই খবরে আবেগপ্রবণ স্থানীয় মানুষজন। তাঁর পুত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, আজ সকালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে ফোন করে বিষয়টি জানানো হয়। এই সম্মানে পরিবার গর্বিত ও আনন্দিত।












Leave a Reply