
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আনন্দপুরে গিয়ে নিখোঁজ বছর ২৪ এর সমরেশ ফদিকার। সমরেশ পাঁশকুড়া থানার মাগরী জগন্নাথচক এলাকার বাসিন্দা।সমরেশ ১ বছর ধরে ফুলের কাজ করত।গত,২০ তারিখ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি।ঘটনা জানতে পেরেই ২৬ তারিখ আনন্দপুরে যায় পরিবার। পরিবার আগুনের বিভৎসতা দেখেন।তারা দাবী করেন-“এই ঘটনায় দমকল মন্ত্রী সহ রাজ্য সরকার দায়ী।এত বড় ঘটনা ঘটে গেলো অথচ কেনো সুদত্তর পাওয়া যায়নি ওই এলাকার পুলিশ প্রসাশনের তরফ থেকে।কেনো খোঁজ না পেয়ে পুনরায় বাড়িতে ফিরে আসেন পরিবার।এই ঘটনায় রীতিমতো অসুস্থ হয়ে পড়েন সমরেশের স্ত্রী রুম্পা ফদিকার। পরিবারের দাবি প্রশাসন তাদের পাশে দাঁড়াক।












Leave a Reply