উৎসবের রঙে রাঙা জটেশ্বর উচ্চ বিদ্যালয়, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়াদের প্রতিভার ঝলক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন অতিথি বরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ওই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। পাশাপাশি এদিন বিদ্যালয়ে দেওয়াল পত্রিকার আনুষ্ঠানিক উন্মোচন করা হয় এবং পড়ুয়াদের হাতে তৈরি নানা শিক্ষামূলক মডেল প্রদর্শনী দর্শকদের বিশেষ আকর্ষণ করে।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয় মনোমুগ্ধকর ম্যাজিক শো। এছাড়াও সান্ধ্যকালীন পর্বে পুতুল নাচের আয়োজন থাকায় অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আবীর রায় চৌধুরী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্ত্তিক সাহা, জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত, বিদ্যালয়ের সভাপতি দেবজিৎ পাল, জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা দে, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কর সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *