
পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- হাতির আক্রমণে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম প্রশান্ত ডগরি,বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। বাড়ি ধাদিকার কাপড়ি পাড়াতে। সূত্রে জানা গিয়েছে সোমবার গভীর রাতে খড়িকাশুলীর জঙ্গলে থাকা হাতির দলের মধ্যে একটি দলছুট হাতির মুখোমুখি পড়ে যায় ওই যুবক। এরপরই এই মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যেই মঙ্গলবার সকালে ওই মৃতদেহ উদ্ধার করে গড়বেতা থানার পুলিশ।












Leave a Reply