বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট।

0
382

সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী – “খেলা হবে“ দিবস উপলক্ষে বাসন্তী ব্লকের কুলতলী নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ফুটবল টুর্ণামেন্ট।
বাসন্তী পঞ্চায়েত সমিতি,বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারীক ও ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে বিডিও বাসন্তী একাদশ ও বাসন্তী ব্লক জিপি এমপ্লয়িজ একাদশ অংশ গ্রহণ করে টুর্ণামেন্টে। খেলা টানটান উত্তেজনা মুহূর্ত ছিল নজরকাড়া।এদিন খেলার নির্ধারিত সময়ে বাসন্তী বিডিও একাদশ ৩-১ গোলে বাসন্তী ব্লক জিপি এমপ্লয়িজ একাদশ কে পরাজিত করে জয়লাভ করে।খেলায় উপস্থিত ছিলেন বাসন্তীর বিডিও সৌগত কুমার সাহা,বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর, জেলা পরিষদ সদস্যা তথা শিক্ষিকা শঙ্করী মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হীরা সরকার, ব্লক যুব দপ্তরের আধিকারিক তাপস রানা, আমীর শাহ ছাড়াও অন্যান্য বিশিষ্টরা।ছিলেন নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যামন্দিরের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী এবং এলাকার কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক।
এদিন টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচে ২ গোল করে ম্যান অফ দ্য মাচ নির্বাচিত হয়েছেন জয়ী দলের রবিউল হক।
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক তপন ঘরামী’র হাতে পুরষ্কার তুলে দেন বিধায়ক শ্যামল মন্ডল।