আবদুল হাই, বাঁকুড়াঃ আগামীকাল শিক্ষক দিবস। মহান শিক্ষাবিদ, দার্শনিক, রাজনীতিবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন।আর এই জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দু’বছর করোনা মহামারীর কারণে বিদ্যালয় গুলিতে শিক্ষক দিবস সেরকম ভাবে পালিত হয়নি। তাই এই বছর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সর্বত্র শিক্ষক দিবস পালনের মহা উদ্যোগ চলছে। তার আভাস পাওয়া গেল বাঁকুড়া জেলার ইন্দাস এলাকার গিফটের দোকানগুলিতে ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভিড় দেখে। সকলেই ডায়েরি, কলম, নানান সুদৃশ্য গিফট কিনতে ব্যস্ত। ৫ ই সেপ্টেম্বর মানুষ গড়ার কারিগরদের সম্মানিত করার প্রয়াস দেখে সকলেই মুগ্ধ। দু’বছর দোকানগুলিতে সেরকম বিক্রি হয়নি। এবারে ব্যবসায়ীরা লক্ষী লাভের আশায় খুব খুশি খুশি রয়েছেন। ইন্দাস থানায় বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয় এবং প্রচুর প্রাথমিক বিদ্যালয় আছে। এছাড়া রয়েছেন প্রাইভেট টিউশন পড়ানো অনেক শিক্ষক মহাশয়। সকলকে শ্রদ্ধা-সম্মান নিবেদন করার মহান উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা কেনাকাটায় ব্যস্ত।
আগামীকাল শিক্ষক দিবস, ছাত্র ছাত্রীদের ভিড় উপচে পড়ল দোকানে দোকানে।

Leave a Reply