গাজোলের ঘাকশোল এলাকায় জয়প্রকাশ সাহা নামে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- গাজোলের ঘাকশোল এলাকায় জয়প্রকাশ সাহা নামে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানা। হঠাৎ তার বাড়িতে হানা দিয়ে বহু টাকা উদ্ধার করেছে বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। এখন পর্যন্ত টাকার গুনার কাজ শুরু হয়েছে এখন পর্যন্ত প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে ৫০০ ও ২০০০হাজার টাকার নোট । ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিয়ে আসা হয়েছে টাকা গুনার মেশিন। মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে কৌতুহলী মানুষের ভিড়।এত টাকা ওই মৎস্য ব্যবসায়ী বাড়িতে এলো কি করে তা নিয়ে চাঞ্চল্য এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *