আবদুল হাই, বাঁকুড়াঃ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হিন্দু হাইস্কুলে। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বসে আঁকো, আবৃত্তি,হিন্দি আবৃত্তি,ঊর্দু কবিতা, সাঁওতালি কবিতা, সঙ্গীত,প্রবন্ধ রচনা প্রভৃতি ২৩ বিভাগে প্রতিযোগিতা গুলি অনুষ্ঠিত হয়।জেলা স্তরে প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।১৪ ই সেপ্টেম্বর কলকাতার টাকী হাইস্কুলে রাজ্যের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত জানান, এই প্রতিযোগিতায় মোট ১২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

Leave a Reply